স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানের বক্তব্য

শুভ সন্ধ্যা।

উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় শিক্ষকগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এবং আমার প্রাণপ্রিয় বন্ধু ও সহপাঠীরা।

আজকের এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলাটা আমার জন্য একদিকে যেমন অত্যন্ত সম্মানের, তেমনই আবেগের। কতগুলো বছর পার হয়ে গেছে, তাই না? সময়ের স্রোতে আমরা সবাই জীবনের নানা পথে ছড়িয়ে পড়েছি। কিন্তু স্কুলের এই চিরচেনা গেট দিয়ে আজ আবার ঢোকার সাথে সাথেই যেন এক মুহূর্তে টাইম মেশিনে চড়ে বসলাম। মনে হলো, এই তো সেদিনের কথা!

চোখের সামনে ভেসে উঠছে আমাদের সেই ক্লাসরুম, ধুলোমাখা ব্ল্যাকবোর্ড, কোণায় দাঁড় করিয়ে রাখা ডাস্টার। মনে পড়ছে সেই পেছনের বেঞ্চে বসে বন্ধুদের সাথে খুনসুটি, টিফিন পিরিয়ডেแย่ง করে বন্ধুর খাবার খাওয়া, আর খেলার মাঠে সেই বাঁধনহারা হইহুল্লোড়। প্রতিটি ইটের দেয়াল, প্রতিটি বেঞ্চ, এমনকি এই বাতাসও যেন আমাদের পুরনো দিনের গল্প বলছে।

আজ যখন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের আবার সামনে দেখছি, মনে পড়ে যাচ্ছে তাঁদের সেই শাসনের কথা, যার ভয়ে একসময় আমরা কাঁটা হয়ে থাকতাম। কিন্তু আজ বুঝতে পারি, সেই শাসনের পেছনে ছিল অসীম স্নেহ আর আমাদের মানুষ হিসেবে গড়ে তোলার এক ঐকান্তিক প্রচেষ্টা। স্যার, ম্যাডাম, আপনাদের দেওয়া শিক্ষা আর মূল্যবোধই আমাদের আজকের এই পথের পাথেয়। আপনাদের কাছে আমরা চিরঋণী।

আর আমার বন্ধুদের কথা কী বলবো! সময়ের সাথে সাথে আমাদের চেহারা হয়তো কিছুটা বদলেছে, কারো চুলে হয়তো পাক ধরেছে, কিন্তু আমি জানি, মনের ভেতরে আমরা সবাই সেই আগের মতোই রয়ে গেছি। হয়তো আমরা আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ী বা অন্য কোনো পেশায় সফল, কিন্তু এখানে, এই প্রাঙ্গণে, আমরা সবাই শুধু [আপনার স্কুলের নাম]-এর [আপনার ব্যাচের সাল] ব্যাচের বন্ধু। আমাদের পরিচয় একটাই—আমরা সহপাঠী।

এই পুনর্মিলনী শুধু দেখা হওয়া বা গল্প করার জন্য নয়। এই দিনটি আমাদের শিকড়ে ফিরে আসার দিন। জীবনের হাজারো ব্যস্ততা আর দায়িত্বের মাঝে হাঁপিয়ে ওঠা মনটাকে পুরনো স্মৃতি দিয়ে তাজা করার দিন।

যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সুন্দর আয়োজনটি সফল করেছেন, সেই বন্ধুদের এবং আয়োজক কমিটিকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তোমাদের জন্যই আজ এতগুলো বছর পর আমরা সবাই আবার একসাথে হতে পেরেছি।

আসুন, আজকের এই সন্ধ্যাটাকে সাক্ষী রেখে আমরা প্রতিজ্ঞা করি, জীবনের যত ব্যস্ততাই আসুক না কেন, আমাদের এই বন্ধুত্বের বন্ধন যেন কখনও ছিন্ন না হয়। চলুন, হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে বের করি এবং একে অপরের পাশে থাকি।

আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আসুন, সবাই মিলে হারিয়ে যাই আমাদের সোনালী অতীতে আর উপভোগ করি এই মুহূর্তগুলো।

জয় হোক আমাদের বন্ধুত্বের! জয় হোক আমাদের স্কুলের!

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top