শুভ সকাল।
আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ/প্রধান শিক্ষক মহোদয়, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার প্রিয় সহকর্মী শিক্ষকগণ এবং স্নেহভাজন শিক্ষার্থীবৃন্দ।
আজকের এই সকালটা আমাদের জন্য একইসাথে আনন্দ এবং বিষাদের। আনন্দ এই জন্য যে, আমরা আমাদের একজন প্রিয় সহকর্মীর কর্মময় জীবনের একটি সুন্দর অধ্যায়ের পরিসমাপ্তি অথবা নতুন অধ্যায়ের সূচনাকে সম্মান জানাতে পেরেছি। আর বিষাদ, কারণ আজ আমরা আমাদের সহকর্মী হিসেবে এমন একজনকে বিদায় জানাচ্ছি, যিনি ছিলেন আমাদের অনুপ্রেরণা, আমাদের বন্ধু এবং এই প্রতিষ্ঠানের একজন অবিচ্ছেদ্য অংশ।
আমাদের প্রিয় সহকর্মী, শ্রদ্ধেয় [বিদায়ী শিক্ষকের নাম], আজ আপনাকে বিদায় জানানোর এই মুহূর্তে অজস্র স্মৃতি আমাদের মনের পর্দায় ভেসে উঠছে। দীর্ঘ [কর্মকালের বছর সংখ্যা] বছর ধরে আপনার সাথে এই প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। শিক্ষক মিলনায়তনের আড্ডা থেকে শুরু করে পরীক্ষার হলের ব্যস্ততা, প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন—সবখানেই আপনার সরব এবং প্রাণবন্ত উপস্থিতি আমরা অনুভব করেছি।
আপনি শুধু একজন নিবেদিতপ্রাণ শিক্ষকই ছিলেন না, ছিলেন এই প্রতিষ্ঠানের একজন একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী। শিক্ষার্থীদের প্রতি আপনার আন্তরিকতা, বিষয়ে আপনার গভীর জ্ঞান এবং পাঠদানের সুন্দর কৌশল আমাদের মুগ্ধ করেছে। অনেক নতুন সহকর্মীর কাছে আপনি ছিলেন বটবৃক্ষের ছায়ার মতো, যাঁদেরকে আপনি অভিভাবকের মতো আগলে রেখেছেন, প্রয়োজনে দিয়েছেন মূল্যবান পরামর্শ। কত কঠিন সময়ে আপনার অভিজ্ঞতা ও প্রজ্ঞা আমাদের শক্তি জুগিয়েছে।
আপনার বিদায়ে আমাদের সহকর্মীদের মাঝে যে শূন্যতা তৈরি হবে, তা সহজে পূরণ হওয়ার নয়। আপনার জ্ঞান, আপনার রসবোধ এবং আপনার অমায়িক ব্যক্তিত্বের অভাব আমরা প্রতিনিয়ত অনুভব করব।
[যদি অবসরের জন্য হয়] আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং শান্তিময় অবসর জীবন কামনা করছি। কর্মজীবনের শত ব্যস্ততা শেষে এবার আপনি আপনার পরিবার, প্রিয়জন ও নিজের জন্য অখণ্ড অবসর পাবেন। আপনার আগামী দিনগুলো হোক অনাবিল আনন্দ ও শান্তিতে পরিপূর্ণ।
[যদি বদলি বা নতুন চাকরির জন্য হয়] আমরা আপনার নতুন কর্মস্থলের সার্বিক সাফল্য কামনা করছি। আমরা নিশ্চিত, আপনার মেধা, সততা ও কর্মনিষ্ঠা দিয়ে আপনি সেখানেও সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাবেন। আপনার নতুন পথচলা সুন্দর ও গৌরবময় হোক।
পরিশেষে বলব, শারীরিকভাবে আপনি দূরে গেলেও আমাদের হৃদয়ে, আমাদের স্মৃতিতে আপনি সবসময়ই থাকবেন। আপনার জন্য আমাদের ভালোবাসা ও শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে।
