শুভ অপরাহ্ন/সন্ধ্যা।
আজকের এই শ্রদ্ধা, ভালোবাসা এবং স্মৃতিচারণে সিক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমাদের প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ/প্রধান শিক্ষক, আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ, অভিভাবকবৃন্দ এবং প্রিয় সহপাঠী ও বন্ধুরা।
আজ আমরা এমন একজন মহৎ ব্যক্তির কর্মজীবনের সফল সমাপ্তি উপলক্ষে একত্রিত হয়েছি, যিনি কেবল একজন শিক্ষকই নন, তিনি আমাদের গুরু, পথপ্রদর্শক এবং মানুষ গড়ার কারিগর। আজ আমাদের সকলের প্রিয় ও পরম শ্রদ্ধেয় শিক্ষক [শিক্ষকের নাম] স্যারের/ম্যাডামের আনুষ্ঠানিক বিদায়লগ্ন। মনটা আজ একইসাথে ভারাক্রান্ত এবং গর্বিত। ভারাক্রান্ত, কারণ আমরা হারাতে চলেছি একজন অভিভাবকের ছায়া; আর গর্বিত, কারণ আমরা তাঁর মতো একজন আদর্শ শিক্ষকের ছাত্র হতে পেরেছি।
অবসর কোনো কিছুর শেষ নয়, বরং এটি একটি দীর্ঘ ও গৌরবময় পথচলার সফল সমাপ্তি। দীর্ঘ [চাকরির বছর সংখ্যা] টি বছর ধরে আপনি এই প্রতিষ্ঠানে জ্ঞানের আলো বিলিয়ে গেছেন। আপনি ছিলেন একজন দক্ষ মালীর মতো, যিনি স্নেহে, শাসনে আর যত্নে হাজারো চারাগাছকে পুষ্পে-ফলে সুশোভিত করে তুলেছেন। আপনার হাতে গড়া হাজারো শিক্ষার্থী আজ দেশের সীমানা ছাড়িয়ে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত; আর তাদের সাফল্যের পেছনে নীরবে মিশে আছে আপনার অবদান।
আপনি আমাদের শুধু পাঠ্যবইয়ের নীরস পাতায় আবদ্ধ রাখেননি, শিখিয়েছেন জীবনের পাঠ। আপনার ক্লাসের সেই প্রাণবন্ত আলোচনা, কঠিন বিষয়কে সহজ করে বুঝিয়ে দেওয়ার অসাধারণ ক্ষমতা আর আপনার স্নেহমাখা শাসন—এসবই আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। আমরা যখনই পথ হারিয়েছি, আপনি বাতিঘরের মতো পথ দেখিয়েছেন। আপনার শেখানো সততা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধই হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ পাথেয়।
স্যার/ম্যাডাম, আগামীকাল থেকে হয়তো আপনার স্নেহমাখা কণ্ঠস্বর আর এই ক্লাসরুমে শোনা যাবে না, আপনার পদচারণায় এই প্রতিষ্ঠানের করিডোর আর মুখরিত হবে না। এই শূন্যতা হয়তো পূরণ হওয়ার নয়, কিন্তু আপনি আমাদের চেতনায়, আমাদের মননে এবং আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। আপনার আদর্শই আমাদের পথ দেখাবে।
আজ এই বিদায়বেলায় আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং শান্তিময় জীবন কামনা করছি। কর্মজীবনের ব্যস্ততা কাটিয়ে এবার আপনি আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে অখণ্ড সময় কাটাবেন, আপনার শখগুলো পূরণ করবেন—এই আমাদের প্রার্থনা। আপনার অবসর জীবন হোক শান্তিময়, সুস্বাস্থ্যমণ্ডিত এবং আনন্দঘন।
পরিশেষে, আমাদের পক্ষ থেকে সামান্য এই আয়োজন আপনার বিশাল অবদানের তুলনায় কিছুই নয়। এটি আপনার প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার এক ক্ষুদ্র বহিঃপ্রকাশ মাত্র। আপনার চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম।
সবাইকে ধন্যবাদ।
