শিক্ষার্থীদের বিদায়ে শিক্ষকের শুভেচ্ছা বক্তব্য

আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,

আজ তোমাদের আনুষ্ঠানিক বিদায়ের দিন। মনটা আজ মিশ্র অনুভূতিতে ভরা। পাখিরা যেমন ডানা মেলে আপন নীড় ছেড়ে একদিন নীল আকাশে উড়ে যায়, আজ তোমরাও তেমনি আমাদের এই প্রিয় প্রাঙ্গণ ছেড়ে জীবনের বিশাল জগতে পা রাখতে চলেছ।

মনে হচ্ছে, এই তো সেদিন তোমরা নতুন বইয়ের ঘ্রাণ নিতে নিতে ভীরু পায়ে এই প্রতিষ্ঠানে এসেছিলে। আর আজ তোমরা জ্ঞান, আত্মবিশ্বাস ও একরাশ স্বপ্ন নিয়ে বেরিয়ে যাচ্ছ। এই দীর্ঘ পথচলায় আমরা শিক্ষকেরা তোমাদের পথপ্রদর্শক মাত্র। তোমাদের কোলাহল, দুষ্টুমি আর জ্ঞানার্জনের তীব্র আকাঙ্ক্ষা এই প্রতিষ্ঠানের প্রতিটি দেয়ালে স্মৃতি হয়ে থাকবে।

আমরা তোমাদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই দিইনি, চেষ্টা করেছি সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে। মনে রাখবে, শুধু বড় ডিগ্রি অর্জন করলেই হয় না, তার চেয়েও বড় প্রয়োজন একজন ভালো মানুষ হওয়া।

সামনের পথটা আরও বড়, আরও চ্যালেঞ্জিং। আমি বিশ্বাস করি, এখান থেকে অর্জিত জ্ঞান ও শিক্ষা তোমাদের সেই কঠিন পথ পাড়ি দিতে সাহায্য করবে। যেখানেই থাকো, যা-ই করো, দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে।

আমাদের দোয়া ও ভালোবাসা তোমাদের সাথে সবসময় থাকবে। তোমাদের আগামীর পথচলা সুন্দর, সফল ও গৌরবময় হোক।

অনেক অনেক শুভকামনা রইল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top