শুভ সকাল/সন্ধ্যা।
আজকের এই জ্ঞান ও গৌরবের উৎসবে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জ্ঞানতাপস প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় সহকর্মী শিক্ষকগণ, উপস্থিত গর্বিত অভিভাবকবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের প্রিয় কৃতি শিক্ষার্থীবৃন্দ।
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের। আজ আমরা একত্রিত হয়েছি আমাদের সেইসব নক্ষত্রদের সম্মান জানাতে, যারা তাদের মেধা, কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এবং আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে। আমি এই কৃতি শিক্ষার্থীদের তাদের অসাধারণ সাফল্যের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই।
প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই সম্মান, এই স্বীকৃতি সম্পূর্ণই তোমাদের প্রাপ্য। তোমরাই এর প্রকৃত দাবিদার। তোমরা যে সাফল্য অর্জন করেছ, তা একদিনের নয়। এর পেছনে রয়েছে তোমাদের অসংখ্য নির্ঘুম রাত, নিরলস প্রচেষ্টা এবং জ্ঞান অর্জনের প্রতি গভীর একাগ্রতা। তোমাদের এই সাফল্য শুধু একটি প্রশংসাপত্র বা পদকের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রবেশদ্বার।
তবে মনে রাখবে, এই সাফল্য একটি যাত্রার সমাপ্তি নয়, বরং এটি এক নতুন যাত্রার সূচনা। তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছ মাত্র। সামনে তোমাদের জন্য আরও বড় চ্যালেঞ্জ এবং সম্ভাবনা অপেক্ষা করছে। আমি আশা করি, আজকের এই স্বীকৃতি তোমাদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে সফল হতে অনুপ্রেরণা জোগাবে।
এই সাফল্যের পেছনে যাদের অবদান অনস্বীকার্য, তাঁরা হলেন তোমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং পরম পূজনীয় অভিভাবকগণ। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত শিক্ষকদের, যাঁরা তাঁদের জ্ঞান, দিকনির্দেশনা এবং স্নেহ দিয়ে তোমাদের পথ দেখিয়েছেন। আর সশ্রদ্ধ সালাম জানাই সেই অভিভাবকদের, যাঁদের ত্যাগ, অনুপ্রেরণা এবং নিরন্তর সমর্থন ছাড়া এই সাফল্য অর্জন করা প্রায় অসম্ভব ছিল। এই সাফল্য যেমন শিক্ষার্থীদের, তেমনি আপনাদেরও।
যেসব শিক্ষার্থীরা আজ পুরস্কার পাচ্ছো না, তাদের বলব—মন খারাপ করার কিছু নেই। এই অনুষ্ঠানটি তোমাদের জন্য অনুপ্রেরণার। তোমাদের বন্ধুদের সাফল্য থেকে শিক্ষা নাও, নিজেদের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাকে জাগ্রত করো এবং নতুন উদ্যমে লেগে পড়ো। আমি বিশ্বাস করি, সঠিক চেষ্টা আর পরিশ্রম করলে আগামী বছর এই মঞ্চে তোমরাও থাকবে।
পরিশেষে, আমাদের কৃতি শিক্ষার্থীদের বলব—তোমরা শুধু ভালো ছাত্রই নও, তোমরা দেশের ভবিষ্যৎ। তাই ভালো ফলাফলের পাশাপাশি নিজেদেরকে একজন ভালো মানুষ, একজন সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলবে—এই আমাদের প্রত্যাশা। তোমাদের জ্ঞান ও মেধা যেন দেশ ও দশের কল্যাণে ব্যবহৃত হয়।
এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আমি আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই। সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ সবাইকে।
