জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য

শুভ সকাল।

আজকের এই আনন্দ ও গৌরবের উৎসবে উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় সহকর্মী শিক্ষকগণ, গর্বিত অভিভাবকমণ্ডলী, এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি—আমাদের গৌরব ও অহংকার, জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীবৃন্দ।

সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ আমাদের জন্য এক অসাধারণ আনন্দের দিন। আজ আমরা সেইসব নক্ষত্রদের সম্মান জানাতে একত্রিত হয়েছি, যারা তাদের মেধা, অক্লান্ত পরিশ্রম, গভীর অধ্যাবসায় এবং নির্ঘুম রাতের সাধনার ফসল হিসেবে ‘জিপিএ-৫’ নামক সাফল্যের মুকুটটি অর্জন করেছে। আমি আমাদের প্রিয় শিক্ষার্থীদের এই গৌরবময় অর্জনের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই।

প্রিয় কৃতি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়, এটি তোমাদের দীর্ঘদিনের সাধনার ফল। এই কৃতিত্ব অর্জনের পেছনে রয়েছে তোমাদের নিয়মানুবর্তিতা, অধ্যবসায় এবং জ্ঞান অর্জনের প্রতি একাগ্রতা। আজকের এই সম্মান ও স্বীকৃতি সম্পূর্ণই তোমাদের প্রাপ্য।

তবে এই সাফল্যের পেছনে আরও দুটি পক্ষের অবদান অনস্বীকার্য। প্রথমত, তোমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ, যাঁরা জ্ঞান প্রদীপের মতো আলো দিয়ে তোমাদের পথ দেখিয়েছেন। দ্বিতীয়ত, তোমাদের পরম পূজনীয় অভিভাবকগণ, যাঁদের ত্যাগ, অনুপ্রেরণা এবং নিরন্তর সহযোগিতা ছাড়া এই পথ পাড়ি দেওয়া প্রায় অসম্ভব ছিল। তাই আজকের এই সাফল্য শুধু তোমাদের একার নয়, এই সাফল্য তোমাদের শিক্ষক এবং অভিভাবকদেরও।

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমরা যে সাফল্যের শিখরে দাঁড়িয়ে আছো, সেখান থেকে ভবিষ্যতের পথটা দেখতে হবে। মনে রাখবে, জিপিএ-৫ একটি মাইলফলক মাত্র, এটিই কিন্তু চূড়ান্ত গন্তব্য নয়। বরং এটি হলো তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের একটি মজবুত ভিত্তিপ্রস্তর। এই ফলাফল তোমাদের যোগ্যতা ও সম্ভাবনার একটি স্বীকৃতি, যা তোমাদেরকে আগামী দিনের আরও বড় সাফল্যের জন্য আত্মবিশ্বাসী করে তুলবে।

এই ফলাফলের সাথে সাথে তোমাদের দায়িত্বও কিন্তু অনেক বেড়ে গেল। তোমাদেরকে শুধু ভালো ছাত্র হলেই চলবে না, হতে হবে একজন আদর্শ মানুষ, সৎ ও দেশপ্রেমিক নাগরিক। তোমাদের অর্জিত জ্ঞান ও মেধা যেন নিজের, পরিবারের, সমাজের এবং সর্বোপরি আমাদের প্রিয় মাতৃভূমির কল্যাণে ব্যবহৃত হয়—এই আমাদের প্রত্যাশা।

যারা আজ এই মঞ্চে সম্মানিত হচ্ছে, তারা অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। তাদের সাফল্য থেকে শিক্ষা নিয়ে তোমরাও যদি কঠোর পরিশ্রম করো, আমি বিশ্বাস করি, আগামীতে এই মঞ্চে তোমরাই থাকবে।

পরিশেষে, আমি আবারও সকল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। তোমাদের আগামীর পথচলা হোক আরও মসৃণ, আরও সফল। এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।

ধন্যবাদ সবাইকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top