শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের শিক্ষকের বক্তব্য

শুভ সন্ধ্যা/অপরাহ্ন।

আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অভিভাবকগণ এবং আমার স্নেহের বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।

আজকের এই দিনটি আমার জন্য, আমাদের সকল শিক্ষকের জন্য, এক মিশ্র অনুভূতির দিন। এটি একই সাথে আনন্দের এবং বিষাদের।

আনন্দের, কারণ তোমরা তোমাদের শিক্ষাজীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সাফল্যের সাথে শেষ করে এক নতুন সম্ভাবনার পথে পা বাড়াচ্ছো। আর বিষাদের, কারণ যে মুখগুলো প্রতিদিন আমাদের এই প্রাঙ্গণ মুখরিত করে রাখতো, যাদের কলকাকলিতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, কাল থেকে হয়তো ক্লাসরুমে তাদের সেই চিরচেনা উপস্থিতি আর পাওয়া যাবে না।

আমার এখনও স্পষ্ট মনে আছে, তোমরা যখন প্রথম এই প্রতিষ্ঠানে এসেছিলে। কৌতূহলী চোখ, ভীরু মন আর এক বুক স্বপ্ন নিয়ে তোমাদের পথচলা শুরু হয়েছিল। দেখতে দেখতে কতগুলো বছর পার হয়ে গেল! তোমাদের সেই ছোট্ট চারাগাছ থেকে আজ এক একটি পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হওয়ার সাক্ষী আমরা।

একজন শিক্ষক হিসেবে, বা বলা ভালো, একজন অভিভাবক হিসেবে তোমাদের এই বেড়ে ওঠাটা আমরা খুব কাছ থেকে দেখেছি। তোমাদের ক্লাসরুমের দুষ্টুমি, মাঠে বল নিয়ে ছোটাছুটি, পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি, কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ—এই সবকিছুই আজ আমাদের জন্য অমূল্য স্মৃতি।

আমরা তোমাদের শাসন করেছি, হয়তো কখনো বকাও দিয়েছি। কিন্তু বিশ্বাস করো, সেই প্রতিটি শাসনের পেছনে লুকিয়ে ছিল তোমাদের প্রতি অকৃত্রিম স্নেহ আর তোমাদের একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার ঐকান্তিক প্রচেষ্টা। তোমরা যখন কোনো প্রতিযোগিতায় জয়ী হয়েছো, আমরা তোমাদের চেয়েও বেশি আনন্দিত হয়েছি। তোমাদের সাফল্যই আমাদের সবচেয়ে বড় পুরস্কার।

আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা,

আজ তোমরা এই প্রতিষ্ঠানের আঙিনা ছেড়ে এক বিশাল পৃথিবীর মুখোমুখি হতে যাচ্ছো। তোমাদের সামনের পথটা হয়তো সবসময় মসৃণ হবে না। জীবন মানেই পরীক্ষা, জীবন মানেই চ্যালেঞ্জ। মনে রেখো, আমরা তোমাদের শুধু পাঠ্যবইয়ের সূত্র বা কবিতার অর্থ শেখাইনি; আমরা চেষ্টা করেছি তোমাদের সততা, মানবিকতা, নিষ্ঠা এবং মূল্যবোধের শিক্ষা দিতে।

তোমরা যে পেশাতেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, সবার আগে একজন ভালো মানুষ হয়ো। সত্যকে আঁকড়ে ধরে থেকো। কখনো অন্যায়ের সাথে আপস কোরো না। মনে রেখো, জ্ঞানার্জনের কোনো শেষ নেই। তোমরা আজীবন শিক্ষার্থী থেকো, নতুন কিছু শেখার আগ্রহ যেন কখনো শেষ না হয়।

তোমাদের প্রতি আমার শেষ অনুরোধ, কখনো নিজের শিকড়কে ভুলে যেও না। তোমার বাবা-মা, তোমার শিক্ষক এবং তোমার এই প্রতিষ্ঠানকে মনে রেখো, যারা তোমাদের আজকের এই অবস্থানে আসতে সাহায্য করেছে।

তোমরা আজ আমাদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিচ্ছো, কিন্তু আমাদের মন থেকে নয়। এই প্রতিষ্ঠানের দরজা তোমাদের জন্য সবসময় খোলা থাকবে। জীবনের যেকোনো প্রয়োজনে, যেকোনো পরামর্শে আমাদের তোমরা নির্দ্বিধায় পাশে পাবে।

তোমাদের সবার জন্য আমার, এবং আমাদের সকল শিক্ষকের পক্ষ থেকে, রইলো অকৃত্রিম স্নেহ, দোয়া আর শুভকামনা। যাও, তোমাদের মেধা, শ্রম আর সততা দিয়ে এই পৃথিবীকে জয় করো। তোমাদের আলোয় চারপাশ আলোকিত হোক।

তোমাদের ভবিষ্যৎ সুন্দর ও সার্থক হোক। ধন্যবাদ সবাইকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top