সিনিয়রদের বিদায় অনুষ্ঠানে জুনিয়রদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য

শুভ সন্ধ্যা/অপরাহ্ন।

আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের প্রিয় ও শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা (সিনিয়র ব্যাচ)।

আপনাদের সকলের প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা ও সালাম।

আজকের এই মুহূর্তটি আনন্দ এবং বিষাদের এক মিশ্র অনুভূতি নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। একদিকে আপনাদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সফলভাবে সমাপ্ত করার আনন্দ, অন্যদিকে আপনাদের বিদায় জানানোর গভীর বিষণ্ণতা। এই বিদায়লগ্নটি যেমন আপনাদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা, তেমনই আমাদের জন্য একটি অভিভাবক হারানোর শূন্যতা।

আজ খুব মনে পড়ছে আমাদের প্রথম দিনের কথা। ভয়, সংকোচ আর একরাশ অনিশ্চয়তা নিয়ে যখন এই ক্যাম্পাসে প্রথম পা রেখেছিলাম, তখন আপনারাই ছিলেন আমাদের প্রথম নির্ভরতার আশ্রয়। অচেনা পরিবেশে আপনাদের বাড়িয়ে দেওয়া সাহায্যের হাত, আপনাদের দেখানো পথ আর আপনাদের দেওয়া সাহসই আমাদের এখানকার জীবনের শুরুটা সহজ করে দিয়েছিল। আপনারা শুধু আমাদের সিনিয়র ছিলেন না, ছিলেন véritable অভিভাবক, বন্ধু ও পথপ্রদর্শক।

আপনাদের স্নেহের শাসনে আমরা শিখেছি নিয়মানুবর্তিতা, আপনাদের দেখানো পথে হেঁটে আমরা পরিচিত হয়েছি এই প্রতিষ্ঠানের ঐতিহ্যের সাথে। ক্লাসের ফাঁকে ক্যান্টিনের আড্ডা, মাঠের খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি থেকে শুরু করে পরীক্ষার আগের রাতে আপনাদের দেওয়া সাহস আর সাজেশন—কোনো কিছুই ভোলার নয়। আপনাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। আপনারা ছিলেন সেই বটবৃক্ষের ছায়ার মতো, যার তলে আমরা নিজেদেরকে সুরক্ষিত মনে করতাম।

আজ আপনারা এই প্রাঙ্গণ ছেড়ে জীবনের এক নতুন ও বৃহত্তর অধ্যায়ে পা রাখতে চলেছেন। আপনাদের পদচারণা ছাড়া এই করিডোর, এই ক্লাসরুম, এই মাঠ হয়তো অনেকটাই প্রাণহীন মনে হবে। আপনাদের স্নেহমাখা মুখগুলো আমরা প্রতিনিয়ত খুঁজব। কিন্তু আমরা জানি, পরিবর্তনই জীবনের নিয়ম। আপনারা যে আদর্শ ও প্রেরণা আমাদের মাঝে রেখে যাচ্ছেন, তা-ই হবে আমাদের আগামী দিনের চলার পথের পাথেয়।

আমরা জানি, আপনারা নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাবেন। দেশ ও দশের কল্যাণে নিজেদের নিয়োজিত করে আমাদের এই প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করবেন। যেখানেই থাকুন না কেন, এই প্রিয় ক্যাম্পাস আর আমাদের মতো জুনিয়রদের ভুলে যাবেন না।

বিদায় শব্দটি আমরা বলতে চাই না, বলতে চাই—‘আবার দেখা হবে’। জীবনের কোনো এক বাঁকে, কোনো এক সফলতার গল্পে আপনাদের সাথে আবারও দেখা হবে, এই প্রত্যাশা রাখি।

আপনাদের আগামীর পথচলা মসৃণ, সুন্দর ও সফল হোক। আপনাদের সকলের জন্য রইল আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও অফুরন্ত শুভকামনা।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top