শুভ অপরাহ্ন/সন্ধ্যা। আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমার প্রাণপ্রিয় সহকর্মী ও বন্ধুগণ।
আসসালামু আলাইকুম। আজকের এই মুহূর্তে আমার অনুভূতি ঠিক কেমন, তা ভাষায় প্রকাশ করা সত্যিই খুব কঠিন। একদিকে যেমন নতুন কর্মস্থলে যোগদানের একটি তাগিদ রয়েছে, তেমনই অন্যদিকে আপনাদের সকলকে ছেড়ে যাওয়ার এক তীব্র বিষণ্ণতা মনকে ভারাক্রান্ত করে তুলছে। আনন্দ এবং বিষাদের এক মিশ্র অনুভূতি নিয়ে আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি।
আজ স্পষ্ট মনে পড়ছে এই অফিসে আমার প্রথম দিনের কথা। একরাশ উত্তেজনা, কিছুটা ভয় আর অনেকখানি স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানের সাথে আমার পথচলা শুরু হয়েছিল। এখানকার কর্মপরিবেশ, সহকর্মীদের আন্তরিকতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় সেই ভয়টা কখন যে কেটে গিয়েছিল, তা টেরও পাইনি। আপনারা আমাকে শুধু একজন সহকর্মী হিসেবেই গ্রহণ করেননি, আপন করে নিয়েছেন পরিবারের একজন সদস্যের মতো।
কর্মজীবনের এই দীর্ঘ সময়ে আমি আপনাদের কাছ থেকে যা শিখেছি, তার কোনো প্রাতিষ্ঠানিক মূল্য হয় না। আপনারা আমার শুধু সহকর্মী ছিলেন না, ছিলেন আমার শিক্ষক, পরামর্শদাতা এবং চলার পথের বন্ধু। একসাথে কত চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, কত সাফল্য উদযাপন করেছি, আবার কাজের চাপের মাঝে চায়ের কাপে ঝড় তুলেছি—এই স্মৃতিগুলো আমার জীবনের এক অমূল্য সঞ্চয় হয়ে থাকবে।
এই প্রতিষ্ঠান আমাকে শুধু পেশাগত পরিচয় দেয়নি, দিয়েছে একটি সুন্দর পরিবার। এখানকার প্রতিটি মানুষের সাথে আমার একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। চলার পথে, কাজের প্রয়োজনে হয়তো আমার কোনো কথায় বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকতে পারেন। যদি অজান্তেও আমি কারও মনে কষ্ট দিয়ে থাকি, তবে আজ এই বিদায়বেলায় আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
বদলি চাকরির একটি অবিচ্ছেদ্য অংশ, এবং এই পরিবর্তনকে মেনে নিয়েই আমাদের এগিয়ে চলতে হয়। আমি শারীরিকভাবে আপনাদের থেকে দূরে গেলেও, আমার হৃদয়ে আপনারা সকলে থাকবেন। এই প্রতিষ্ঠানের সাথে, আপনাদের সাথে কাটানো মুহূর্তগুলো আমার জীবনের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বিদায় শব্দটি বেশ ভারী, তাই আমি বিদায় বলব না। বলব, ‘আবার দেখা হবে’। আপনাদের এই ভালোবাসা, এই সম্মান আমি আজীবন হৃদয়ে ধারণ করব। আমি যেখানেই থাকি, এই প্রতিষ্ঠানের এবং আপনাদের সকলের সাফল্য কামনা করব।
এই সুন্দর আয়োজনটুকুর জন্য আপনাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা। ধন্যবাদ।
