সম্মানিত সভাপতি, আমাদের বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা। শুভ সন্ধ্যা।
আজ আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, আমাদের প্রিয় সিনিয়র ভাই ও আপুদের বিদায় জানাতে এখানে একত্রিত হয়েছি। “বিদায়” শব্দটি ছোট হলেও এর আপেক্ষিকতা বিশাল। এই বিদায় একদিকে যেমন কষ্টের, অন্যদিকে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনকারী।
ক্যাম্পাসের প্রথম দিনগুলোতে যখন আমরা সবাই ছিলাম ভীত ও অপরিচিত, তখন আপনারাই আমাদের পরিবারের মতো আগলে নিয়েছিলেন। ডিপার্টমেন্টের করিডোর থেকে শুরু করে সেন্ট্রাল লাইব্রেরি, টিএসসির চায়ের আড্ডা কিংবা হলের গণরুম সবখানে আপনাদের পেয়েছি পথপ্রদর্শক হিসেবে। আপনাদের নোটস, পরীক্ষার আগের রাতের সাজেশন আর ক্যারিয়ার গড়ার মূল্যবান পরামর্শ আমাদের চলার পথকে মসৃণ করেছে। আপনাদের কাছে আমরা কেবল অ্যাকাডেমিক শিক্ষাই পাইনি, পেয়েছি প্রতিকূলতাকে জয় করার অনুপ্রেরণা।
আজ আপনারা প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনের বিশাল সমুদ্রে পাড়ি জমাতে চলেছেন। আমরা জানি, এই নতুন পথচলাতেও আপনারা আপনাদের সাফল্যের স্বাক্ষর রাখবেন। আপনাদের অর্জনে আমরাও গর্বিত হব।
আপনাদের প্রাণবন্ত উপস্থিতি ছাড়া ক্যাম্পাস হয়তো আগের মতো মুখর থাকবে না। কিন্তু আপনাদের রেখে যাওয়া আদর্শ আর স্মৃতিগুলোই হবে আমাদের আগামী দিনের প্রেরণা।
আপনাদের ভবিষ্যৎ জীবনের প্রতিটি পদক্ষেপ সফল হোক। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভকামনা।
ধন্যবাদ।
