আমার প্রিয় বিদায়ী শিক্ষার্থীবৃন্দ,
আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, আমার সহকর্মীবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা।
আজকের দিনটি একদিকে যেমন আনন্দের, তেমনই বিষাদের। আনন্দের কারণ, তোমরা তোমাদের স্কুল জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে সম্পন্ন করে বৃহত্তর জীবনের পথে পা বাড়াচ্ছো। আর বিষাদের কারণ, তোমাদের কলরবে মুখরিত এই প্রাঙ্গণ আজ থেকে কিছুটা শূন্য হয়ে যাবে।
তোমাদের এই দীর্ঘ পথচলার সাক্ষী আমরা। তোমাদের ছোট ছোট পায়ে স্কুলে আসা, ধীরে ধীরে বড় হওয়া, জ্ঞান অর্জন করা এই সবকিছুই আমাদের চোখের সামনে ঘটেছে। তোমরা আমাদের ছাত্র-ছাত্রী ছিলে, কিন্তু সময়ের সাথে সাথে হয়ে উঠেছ আমাদের সন্তানের মতো। তোমাদের শাসন করেছি, আবার ভালোবেসে কাছেও টেনে নিয়েছি। আমাদের সবকিছুর উদ্দেশ্য ছিল তোমাদের মঙ্গল।
সামনে তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা এসএসসি পরীক্ষা। মনে রাখবে, এটি কেবল একটি পরীক্ষা, সমগ্র জীবন নয়। তাই কোনো প্রকার ভয় না পেয়ে, আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশ নেবে। তোমাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে।
জীবনের আগামী দিনগুলোতে সততা ও নৈতিকতাকে সবচেয়ে বড় শক্তি হিসেবে গ্রহণ করবে। ভালো ছাত্র হওয়ার আগে ভালো মানুষ হবে। যেখানেই থাকো, যা-ই করো, দেশের প্রতি, সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করবে। এই বিদ্যালয়ের দরজা তোমাদের জন্য সবসময় খোলা থাকবে।
তোমাদের সকলের জন্য আমাদের দোয়া ও আশীর্বাদ রইল। আল্লাহ তোমাদের সফল করুন।
ধন্যবাদ।
